নাটোর জেলার শীর্ষে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়

নাটোর প্রতিনিধি: নাটোরে শতভাগ পাশ এবং ১৪৫ জন জিপিএ -৫ পেয়ে জেলার শীর্ষে রয়েছে নাটোর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়। এছাড়াও নাটোর সরকারী বালক উচ্চ বিদ্যালয় হতে ১২৯জন,বাগাতিপাড়ার কাদিরাবাদ ক্যান্ট. স্যাপার স্কুলে ১০৬জন, বড়াইগ্রামের বনপাড়া সেন্ট যোশেফ উচ্চ বিদ্যালয়ে ৫৯ জন, সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজে ৫৭ জন।
এছাড়া গুরুদাসপুরে সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ২০ জন, নলডাঙ্গার শ্রীস চন্দ্র বদ্যিানকিতেন উচ্চ বিদ্যালয়ে ১৭ জন,নাটোর শহরের সুগার মিলস উচ্চ বিদ্যালয়ে ২৬ জন, শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে ২১ জন, গ্রীণ একাডেমী উচ্চ বিদ্যালয়ে ২০ জন, নব বিধান বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৯ জন জিপিএ-৫ পেয়েছে ।
উল্লেখ্য, নাটোরে এসএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী বোর্ডের মধ্যে গড় পাশের হারে নাটোর জেলা চতুর্থ স্থানে রয়েছে। এই জেলার গড় পাসের হার ৯০দশমিক ৪২ শতাংশ।
এছাড়াও মোট জিপিএ-৫ পেয়েছে ১হাজার ৭৪৬জন। ২০২০ সালে নাটোর জেলায় মোট পরীক্ষার্থী ছিল ১৮হাজার ৭১১জন, পাশ করেছে ১৬হাজার ৯১৮জন।
এর মধ্যে ছেলে পরীক্ষার্থী ছিল ৯হাজার ৪৩৮জন, পাশ করেছে ৮হাজার ৪২০জন এবং ছেলেদের গড় পাশের হার ৮৯দশমিক ২১। মোট মেয়ে পরীক্ষার্থী ছিল ৯হাজার ২৭৩জন, পাশ করেছে ৮হাজার ৪৯৮জন।
মেয়েদের গড় পাশের হার ৯১দশমিক ৬৪।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.