নাটোর প্রতিনিধি: গার্ডদের জিম্মি করে নাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় চিনিকলের ভিতরে বিয়ারিং, মিল হাউজ, ওয়ার্কসপ হাউজসহ বিভিন্ন রুম থেকে প্রায় ৯০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল।
রোববার (৩ আগষ্ট) ভোর রাত সাড়ে ৩টার দিকে শহরের হুগলবাড়িয়া এলাকায় চিনিকলে এ ডাকাতির ঘটনা ঘটে।
মিল কর্তৃপক্ষ জানান, রোববার ভোরে চিনিকলে দায়িত্বে থাকা নাইট গার্ডদের জিম্মি করে একদল ডাকাত মিলের ভিতরে প্রবেশ করে। এরপর ভিতরে থাকা বিয়ারিং, ওয়েল্ডিং ক্যাবল, ব্রাশ শ্যাফট, পাম্পের ইনার প্লেট, ফিটিং বুশ, সিরাপ পাইপ, স্টার ও রোটর ব্রাশস, তামার তারসহ বিভিন্ন হাউজ থেকে মালামাল লুট করে ডাকাতদল। যার মূল্য প্রায় ৯০ লাখ টাকা। এসময় ইলেকট্রিকশিয়ানের আলমারী ভাংচুর করা হয়।
নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আখলাছুর রহমান বলেন, গতরাতে নাটোর চিনিকলে দায়িত্বে থাকা গার্ডদের বেঁধে রেখে জিম্মি করে প্রায় ৯০ লাখ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়। এসময় কারখানার ভিতরে থাকা আসবাপত্র ও আলমারীসহ বিভিন্ন মালামাল ভাংচুর করে।
নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, বিষয়টি জানার পরই ঘটনাস্থলে পরিদর্শন করেছি। প্রযুক্তিগত কিছু ভিডিও ফুটেজ আমরা সংগ্রহ করেছি। এবং তাদের অভ্যন্তরীণ লোকজনের সম্পূক্তা রয়েছে কি না। এই দুইটি বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছি। এ ঘটনায় কয়েকজনকে হেফাজতে নিয়েছি। তদন্তে সাপেক্ষে আমরা জানাতে পারছি। মিল থেকে ৯০ লাখ টাকার মালামাল যায় ডাকাতদল নিয়ে যায়। প্রকৃত এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা দ্রুত আমরা বের করতে সক্ষম হবো।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.