নাটোর চিনিকলের আখ মাড়াই কার্যক্রম সমাপ্ত


নাটোর প্রতিনিধি: নাটোর চিনিকলের চলতি মৌসুমের আখ মাড়াই কার্যক্রম শেষ হয়েছে। চিনিকলে ৫৫ হাজার ৯৫৯ টন আখ মাড়াই করে তিন হাজার চার টন চিনি উৎপাদন হয়েছে।
গত বছরের ৩ ডিসেম্বর নাটোর চিনিকলের আখ মাড়াই কার্যক্রম শুরু হয়। ৪২ মাড়াই দিবসে ৫০ হাজার টন আখ মাড়াই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অতিরিক্ত প্রায় ছয় হাজার টন আখ মাড়াই করতে সক্ষম হয় এই চিনিকল।
অপরদিকে তিন হাজার টন চিনি উৎপাদন লক্ষ্যমাত্রার বিপরীতে অতিরিক্ত চার টন চিনি উৎপাদন হয়েছে। আখ মাড়াই কার্যক্রমে চিনি আহরণের হার ছিলো ৫.৩৬ শতাংশ।
নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু বকর বিটিসি নিউজকে বলেন, গতকাল সোমবার রাতে চিনি উৎপাদনের চুড়ান্ত হিসাব প্রস্তুত করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.