নাটোর ও বাগাতিপাড়া পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ শুরু

নাটোর প্রতিনিধি: উৎসব মুখর পরিবেশে নাটোর ও বাগাতিপাড়া পৌরসভায় এই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ চলছে। রোববার সকাল ৮ টা থেকে নাটোর পৌরসভার ৩০ টি কেন্দ্রে ও বাগাতিপাড়া পৌরসভার ৯টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলবে বিকেল ৪ টা পর্যন্ত। ভোট গ্রহণের শুরুতে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশী।
জেলা নির্বাচন কার্যালয় থেকে ইভিএম পদ্ধতি সম্পর্কে পূর্বেই দুটি পৌরসভার সবগুলি কেন্দ্রে মক ভোটিংয়ের মাধ্যমে ভোটারদের ভোটদান পদ্ধতি দেখানো হয়েছে। ভোটাররা জানান, প্রথমে এ পদ্ধতি সম্পর্কে জানা না থাকলেও মক ভোটিং দেখে এখন আর ভোটদানে কোন অসুবিধা হচ্ছে না। এদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচনী এলাকায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন।
নাটোর পৌরসভার মোট ভোটার সংখ্যা ৬৪ হাজার ২৩৪ জন। এই পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৬৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। মেয়র পদে প্রধান দলে রয়েছে একজন বিদ্রোহী প্রার্থী।
অপরদিকে, মামলা সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘ ১৬ বছর পরে নির্বাচন হচ্ছে বাগাতিপাড়া পৌরসভায়। এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ৮ হাজার ৫৮৫জন। এই পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
নাটোর পৌরসভার বলারীপাড়া এলাকার ভোটর রাজু আহমেদ বিটিসি নিউজকে জানান, এই প্রথম ইভিএমএ ভোট দিয়েছেন। নির্বাচন অফিস থেকে ইভিএমএ ভোট দোবার কলাকৌশল সম্পর্কে আগেই প্রশিক্ষণ প্রদান করায় ভোট দিতে কোনও সমস্যা হয়নি।
একই পৌরসভার চকরামপুর এলাকার ভোটার আশরাফুল ইসলাম বিটিসি নিউজকে জানান, সবাই সুশৃঙ্খলভাবে ভোট প্রদান করেছে। নির্বাচনী পরিবেশ খুবই ভাল।
বড় হরিশপুর এলাকার ভোটার ফারহানা আক্তার ইতি বিটিসি নিউজকে জানান, সকালের দিকেই ভোট দিয়েছেন। পথে কেউ বাধা সৃষ্টি করেনি। প্রথমবারের মতো ইভিএমএ ভোট দিতে পেরে আনন্দ লেগেছে। আইনশৃঙ্খলাবাহিনির তৎপরতায় সুষ্ঠু ভোট নিয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আছলাম বিটিসি নিউজকে জানান, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ভোট গ্রহণ করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ৩ প্লাটুন বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসারসহ ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছাড়াও তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করতে একজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটও নিয়োজিত থাকবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.