নাটোর প্রতিনিধি: নাটোরে যাত্রীবাহী বাস তল্লাসি করে ৯ লাখ ৪৩ হাজার টাকার জাল নোটসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে নাটোর সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মারুফাত হুসাইন এ তথ্য জানান।
এসময় উপস্থিত ছিলেন- এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নাটোর সদর সার্কেল) মাহমুদা শারমীন নেলী, নাটোর সদর থানা পুলিশের কর্মকর্তা (ওসি) মো. মাহবুর রহমান।
গ্রেফতারকৃত আসামিরা হলেন-বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার দুলাল মাদ্রাসা এলাকার আবু আল হোসেনের ছেলে মোঃ আরিফ হাওলাদার (৪০), বাগেরহাট জেলার চিতলমারি থানার শিবপুর এলাকার মৃত ফহম শেখের ছেলে মোঃ আরিফ হোসেন (৪৭), পটুয়াখালী জেলার বতলবুনিয়া এলাকার আমজাদ আলীর ছেলে মোঃ মোস্তফা খান (৪৩), ঝালকাঠি জেলার রাজাপুর থানার কেওয়াতা এলাকার হানিফ হাওলাদার ছেলে মোঃ রফিকুল ইসলাম (৪০) এবং একই জেলার নূর মোহাম্মদের ছেলে মোঃ ফেরদৌস হাওলাদার (৩০)।
পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে নাটোর সদর উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কে নারায়ণপাড়া এলাকায় রংপুরগামী মোহাম্মদ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাসী করেন পুলিশ।
এসময় মোঃ আরিফ হাওলাদার (৪০), মোঃ আরিফ হোসেন (৪৭), মোঃ মোস্তফা খান (৪৩), মোঃ রফিকুল ইসলাম (৪০) এবং মোঃ ফেরদৌস হাওলাদার (৩০) নিকট থেকে ১০০০ ও ২০০ টাকার মোট ৯ লাখ ৪৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করেন। এসময় জড়িত পাঁচ আসামিকে গ্রেফতার করে পুলিশ। জাল টাকাগুলো রংপুরে নিয়ে যাচ্ছিলেন। সেখানে এ টাকা দিয়ে আলু চাষীদের মূল্য পরিশোধের পরিকল্পনা ছিল বলে প্রাথমিক জ্ঞিাসাবাদে আসামীরা জানান।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.