নাটোরে ৭ জনের নমুনা রামেক হাসপাতালে


নাটোর প্রতিনিধি: গত ২৪ ঘন্টায় নাটোর থেকে ৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১জন সিংড়া ও সদরের ৬ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল হাসপাতালের ভাইরোলজি বিভাগে পাঠানো হয়েছে।

নাটোরের সিভিল সার্জ ডাঃ মিজানুর রহমান বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান,৭ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল হাসপাতালের ভাইরোলজি বিভাগে পাঠানো হয়েছে।

এছাড়া করোনার উপসর্গ থাকায় সিংড়া উপজেলার হাতিয়নদহ ইউনিয়নের নারায়নপুর গ্রামের দুলাল হোসেন (২৩ ) নামে একজনকে নাটোর সদর হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে এবং এদের পরিবারের সদস্যদের

হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়া জেলায় হোমকোয়ারেন্টাইনে রয়েছেন ৩৬ জন।

সিংড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.আমিনুল ইসলাম বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান ,প্রয়োজন ছাড়া দুলালের পরিবারের কোন সদস্য বাড়ির বাহিরে আসবেন না।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.