নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর থেকে ৫৭জন কিশোরকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার সকালে উপজেলার খুবজিপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা পাশ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ গ্রামের বাসিন্দা।
নাটোর সেনাবাহিনী ক্যাম্প সুত্র জানায়, ৫৭ জনের একদল কিশোর ধানাইদহ এলাকা থেকে মিনি ট্রাক যোগে হৈ হুল্লোর করতে করতে বিলশা এলাকায় নৌকায় করে ডিজে পার্টি করার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে খুবজিপুর এলাকায় সেনাবাহিনীর একটি টহল টিম তাদের আটক করে।
এসময় ১২জন কিশোরের কাছ থেকে ৪ লিটার বাংলা মদ, এক লিটার ভদকা, ৩০০ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের উপকরণ, ৪০ প্যাকেট বিভিন্ন ব্যান্ডের সিগারেট জব্দ করে।
পরে সকল কিশোরকে থানায় হস্তান্তর করা হয়। সেখানে ৪৫জন কিশোরের মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়। বাকি ১২জনকে আদালতে প্রেরণ করা হয়।
গুরুদাসপুর থানার ওসি আসমাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.