নাটোরে ৪০টি প্রাথমিক বিদ্যালয়ের সাথে রুম টু রিডের সমাঝোতা স্মারক সম্পন্ন

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার ৪০ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাথে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা রুম টু রিডের কার্যক্রম সমঝোতা স্মারক সম্পন্ন হয়েছে। সোমবার (১২ নভেম্বর) সকালে নাটোর শহরের সাহারা প্লাজায় এ উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সভাপতিরা সমাঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এর ফলে ২০১৯ সাল থেকে লালপুর উপজেলার নির্বাচিত ৪০টি প্রাথমিক বিদ্যালয়ে রুম টু রিড তাদের শিক্ষা উন্নয়ন কার্যক্রম পরিচালিত করবে।

সংস্থার প্রোগ্রাম অফিসার হাবিবা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এরশাদ উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কেএম আনোয়ার হোসেন, বিশ্বজিৎ কুমার সাহা, লালপুর উপজেলা শিক্ষা অফিসার কেএম নজরুল ইসলাম, রুম টু রিডের ফিল্ড ম্যানেজার জয়নাল আবেদিন, অপারেশন অফিসার ইমতিয়াজ শাহেদ প্রমুখ উপস্থিত ছিলেন।#

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি মোঃনাসিম উদ্দীন নাসিম।

Comments are closed, but trackbacks and pingbacks are open.