নাটোরে ৩০ আদিবাসী পরিবারের মাঝে খাদ্য বিতরণ

নাটোর প্রতিনিধি: দেশে চলমান পরিস্থিতিতে শ্রমবিক্রি করতে পারছেন আদিবাসীরা। অনেক দিন ধরে চলছে আদিবাসী খেটে খাওয়া মানুষদের দূর্ভোগ। এই পরিস্থিতি অভাবী খেটে খাওয়া মানুষের পাশে সামর্থমত দাড়ানোর চেষ্টা করছে আদিবাসী সংগঠনগুলো। এরই ধারা বাহিকতায় নাটোরের বড়াইগ্রামে ৩০টি আদিবাসী পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

আদিবাসী সংগঠন বাংলাদেশ আদিবাসী ফোরামের আর্থিক সহযোগিতায় গতকাল শনিবার বিকাল ৪টায় বড়াইগ্রাম উপজেলার চাপিলা ইউনিয়নের নওপাড়া ও খামার পাথুরিয়া গ্রামের আদিবাসীদের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন জাতীয় আদিবাসী পরিষদের নেতারা।

খাদ্য সহায়তা হিসেবে প্রত্যেক পরিবারকে ৫কেজি চাল, ১ কেজি আলু, আধা লিটার সয়াবিন, লবণ, ডাল, ও ১টি সাবান বিতরণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলার সাবেক সভাপতি ও আদিবাসী নেতার মানাথ মাহাতো, সংগঠনটির বর্তমান সাধারণ সম্পাদক কালিদাস রায়, স্থানীয় ইউপি সদস্য মাহাবুবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী কায়েজ উদ্দিন, মতি লাল সিং, জয় সিং সহ অন্যান্যরা।

এসময় আদিবাসীদের মধ্যে করোনা কালীন অপ্রতুল খাদ্য সহায়তা বাড়ানোর দাবি জানান আদিবাসী নেতারা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.