নাটোরে ২৮২ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-৪


নাটোর প্রতিনিধি: নাটোর রেলস্টেশনে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ২৮২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় ফেন্সিডিল পরিবহনে সহায়তাকারী রেলের নিরাপত্তাকর্মী, ইলেকট্রিশিয়ান ও দুই মাদক ব্যবসায়ীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন:– রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য (আরএনবি) গাইবান্ধার সাঘাটা উপজেলার গটিয়া গ্রামের আলমগীর মিয়া(৩৬), ইলেকট্রিশিয়ান ঠাকুরগাঁওরে রাণীশংকৈল উপজেলার সন্ধ্যারুই গ্রামের আব্দুল করিম(৩৩), দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার এস্তাবনগর গ্রামের রুবেল হোসেন (২৩) ও বিরামপুরের পূর্ব জগন্নাথপুরের কাওছার আলী (২৬)।
আজ মঙ্গলবার (০৪ মে) ভোর ৪টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায় র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ উদ্দীন।
অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ উদ্দীন জানান, গোয়েন্দা তথ্যের ভিক্তিতে র‌্যাব-৫, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল গতকাল সোমবার রাত সাড়ে ১০টায় নাটোর রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করে। এসময় পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেন থামান র‌্যাব সদস্যরা। ওই ট্রেনের একটিমাত্র কামরা থেকে ব্যাগের ভেতরে রাখা অবস্থায় ২৮২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে র‌্যাব সদস্যরা। এসময় মাদক পরিবহনের অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, পরম্পরের যোগসাজসে আটককৃতরা আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল এবং এমকে ডিল (কোডিন ফসপেট) পঞ্চগড় জেলার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ ও বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করে।
এএসপি মির্জা সালাহ উদ্দীন আরও বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, এ ঘটনায় বগুড়া জেলার সান্তাহার রেলওয়ে থানায় একটি মামলা রুজু করা রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.