নাটোরে ১২ শতাধিক মেয়ে শিশু শিক্ষার্থীর বিশ্ব পরিবর্তনের প্রত্যয়

 

নাটোর প্রতিনিধি: ‘শিক্ষিত শিশু বিশ্ব পরিবর্তনের সূচনা’ এই বিশ্বাসকে সাথে নিয়ে নাটোরে ১২ শতাধিক মেয়ে শিশু শিক্ষার্থী নিজেদের সফল মানুষ হিসেবে গড়ে তুলে বিশ্ব পরিবর্তনে নিজেদের অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেছে।

আজ সোমবার সকাল ১০টায় নাটোর শহরের রাজবাড়ী প্রাঙ্গণে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা রুম টু রিডের আয়োজনে আন্তর্জাতিক কণ্যা শিশু দিবস পালন উপলক্ষে শিশু শিক্ষার্থী সম্মেলনে সমবেতভাবে তারা এই প্রত্যয় ব্যক্ত করে। এছাড়া ‘থাকলে কণ্যা সুরক্ষিত, দেশ হবে আলোকিত’ দিবসের এই প্রতিপাদ্যের তাৎপর্যও তুলে ধরা হয় অনুষ্ঠানে।

সংস্থার গালর্স এডুকেশন প্রোগ্রাম অফিসার মনি মিস্ত্রির সঞ্চালনায় শিক্ষার্থী সম্মেলনে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক মোসা. শরীফুন্নেছা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, রুম টু রিডের কান্ট্রি ডিরেক্টর রাখি সরকার, ফিল্ড ম্যানেজার জয়নাল আবেদীন প্রমূখ।

শিক্ষার্থী সম্মেলনে নাটোর সদর, নলডাঙ্গা ও সিংড়ার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১২৪১ জন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যসহ ১৫ শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.