নাটোরে ১১জন কয়েদীকে সরকারের সাধারণ ক্ষমা, মুক্তি দেওয়ার সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

নাটোর প্রতিনিধি: করোনার কারণে বিশেষ বিবেচনায় নাটোরের ১১জন সাজাপ্রাপ্ত আসামীকে সাধারণ ক্ষমা করে মুক্তি দেওয়ার নির্দেশ প্রদান করেছেন সরকার। এ সংক্রান্ত নির্দেশ নাটোর জেলা কারাগারে পৌঁছেছে। ইতমধ্যেই গতকাল রবিবার ৪জনকে মুক্তি দেওয়া হয়েছে। নাটোর কারা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।

নাটোর জেলা কারাগারের জেল সুপার আব্দুল বারেক বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, দেশে করোনার প্রভাবে কারাগারে অল্প সাজাপ্রাপ্ত কয়েদীদের সাধারণ ক্ষমার আওতায় আনার সিদ্ধান্ত গ্রহণ করে সরকার। সেই সিদ্ধান্তের আলোকে নাটোর কারাগারের ১৮জন কয়েদীকে মুক্তির সুপারিশ করা হয়।

এদের মধ্যে নানা দিক বিবেচনা করে ১১জনের মুক্তির সিদ্ধান্ত দেয় সরকার।

সেই সিদ্ধান্তের আলোকে গতকাল রবিবার ৪জনকে মুক্তি দেওয়া হয়েছে। বাকীদের মধ্যে কারো কারো বিরুদ্ধে অন্য মামলা থাকায় অথবা জরিমানার টাকা পরিশোধ না করায় ছেড়ে দেওয়া যায়নি। তবে প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, সাজা মওকুফের ভিতরে বেশীরভাগ রয়েছে ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত ব্যক্তিরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.