নাটোরে ১০টাকার চাল ডিলারের খাটের নিচে

 

নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডধারী সুবিধাভোগী হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরের ৮শ’ কেজি (১৬বস্তা) চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। খাদ্য নিয়ন্ত্রক অফিস সুত্রে জানা যায়, গতকাল রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেনের নেতৃত্বে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নিয়োগকৃত বেরগঙ্গারামপুর গ্রামের ডিলার জালাল শাহ’র বাড়ী থেকে ওই চাল উদ্ধার করা হয়েছে। ওই ডিলারের গুদাম নাজিরপুর বাজারে। সেখান থেকে রাতের অন্ধকারে ওই চাল তার বাড়ীতে নিয়ে আসে। ডিলারের শয়ন ঘরের খাটের নিচ থেকে চালগুলো উদ্ধার করা হয়েছে বলে জানাযায়। ১ নভেম্বর ৩১২ বস্তা চাল গুরুদাসপুর খাদ্য গুদাম থেকে উত্তোলন করেন ওই ডিলার।

৫শ’ ২০ জনের মধ্যে ১০ টাকা কেজিতে ৩ নভেম্বর থেকে বিক্রয় শুরু করে। এর মধ্যে রাতের কোন এক সময় ওই চাল গুলো তার বাড়ীতে নিয়ে আসে। ডিলার জালাল শাহ ওই গ্রামের আব্দুর রাজ্জাক শাহ’র ছেলে। সরেজমিনে গেলে কার্ডধারী ভুক্তভোগী হতদরিদ্র আলেয়া বেগমসহ অন্তত দশজন অভিযোগের সুরে বলেন, কয়দিন ধরে ডিলারের গুদাম বন্ধ। ডিলারের সাথে দেখা হলে তিনি তাদের চাল নেই বলে জানায়। যোগাযোগ করা হলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোখলেছ আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই উদ্ধারকৃত চাল ডিলার আত্মসাতের উদ্দেশ্যে তার বাড়ীর খাটের নিচ রেখেছিল। তার বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে নাজিরপুর ইউনিয়নের বেরগঙ্গারামপুর গ্রামে ডিলার জালাল শাহ’র বাড়ীতে তল্লাশী চালিয়ে তার শয়ন ঘরের খাটের নিচ থেকে ১৬ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। তার ডিলারশিফ বাতিলসহ তার বিরুদ্ধে মামলা কার জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে নির্দেশ দেওয়া হয়েছে। এব্যাপারে ডিলার জালালের সাথে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া য়ায়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি মোঃ নাসিম উদ্দীন নাসিম।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.