নাটোরে হেরোইন বহনের দায়ে এক জনের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি: নাটোরে হেরোইন সংরক্ষণ ও বহনের দায়ে জুয়েল আলী নামে এক মাদক ব্যাবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। আজ বৃহম্পতিবার দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩ আদালতের বিচারক মোঃ মাইনুদ্দীন এই আদেশ দেন। দন্ডপ্রাপ্ত জুয়েল আলী চাঁপাইনবাবগঞ্জ সদর থানার শাহীবাগ গ্রামের রমজান আলীর ছেলে।
নাটোর জজ আদালতের পিপি সিরাজুল ইসলাম মামলার এজাহার সুত্রে জানান, ২০২১ সালের ১৯ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে বড়াইগ্রাম উপজেলার মানিকপুর এলাকায় অভিযান চালায় পুলিশ।
এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি নোহা মাইক্রোবাস থামিয়ে তাতে তল্লাশী করা হয়। তল্লাশীকালে গাড়ীর চালকের সীটের নিচ থেকে এবং গাড়ীর ভিতরে বিভিন্নস্থানে রাখা প্যাকেট থেকে ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে চালক জুয়েল আলীকে গাড়ী সহ গ্রেফতার করা হয়।
এ ঘটনায় জুয়েল আলীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। দীর্ঘ ৩ বছর মামলার স্বাক্ষ্য প্রমান গ্রহণ শেষে আসামীর উপস্থিতিতে আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.