নাটোরে স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস পালিত

 

নাটোর প্রতিনিধি: নাটোরে স্যানিটেশন মাসের শুরুতে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। আজ শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি শহরের প্রধান সড়ক দিয়ে নাটোর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বিশ্ব হাত ধোয়া দিবসের কর্মসূচি অনুয়ায়ী ছাত্র-ছাত্রীদের সঠিকভাবে হাত ধোয়া শেখানেরা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক মুহাম্মদ গোলামুর রহমান।

নাটোর জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আলমগীর মিয়ার সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ গোলাম রাব্বী, নাটোর সদরের উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আখতার বানু এবং নাটোর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জি এম ইসরাফিল।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.