নাটোরে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নাটোর প্রতিনিধি: নাটোরে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের ঝাউতলায় আলোচনা সভা ও পথ শিশুদের নিয়ে কেককাটা হয় ।

সংগঠনের সভাপতি শেখ রিফাদ মাহমুদের সভাপতিত্বে এবং নাহিদ আহমেদের পরিচালনায় প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ শেখ মোঃ রকিবুল ইসলাম ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন ও টিভি চ্যানেল নিউজ টুয়েন্টিফোরের নাটোর প্রতিনিধি নাসিম উদ্দীন নাসিম ও গণমাধ্যমকর্মী মামুন খাঁন ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালসবুজের নাটোর জেলা শাখার অর্থ স¤পাদক উৎস, শিক্ষা স¤পাদিকা আফসানা নাসরিন মিম, সদস্য ঐশি, মুশফিক সাদি প্রমুখ ।

২০১২ সালে সংগঠনের প্রায় ২০০ সদস্য নিয়ে কাজ শুরু করে । বর্তমানে নাটোর সহ বাংলাদেশের ৬০টি জেলায় রয়েছে লাল সবুজ উন্নয়ন সংঘের কার্যক্রম । মাদক,বাল্যবিবাহ প্রতিরোধ, পথশিশু-সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ, ঈদে বস্ত্র বিতরণ লাল সবুজের প্রধান কার্যক্রম ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.