নাটোরে স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নাটোর প্রতিনিধি:  নাটোরে নানা কর্মসূচির মধ্যদিয়ে স্বেচ্ছাসেবক লীগের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকালে শহরের কান্দিভিটুয়ায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও দোয়া মাহফিল শেষে দলের নেতা-কর্মীরা একটি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে যায়। সেখানে কেক কেটে স্বেচ্ছাসেবকলীগের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক অ্যাডভোকেট আরিফুর রহমান, যুগ্ম আহবায়ক আহমেদ সেলিমসহ দলের নেতা-কর্মীরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.