নাটোরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ

নাটোর প্রতিনিধি: নাটোর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী শেখ এমদাদুল হক আল মামুনের পোষ্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে দক্ষিণ বড়গাছা এলাকায় কতিপয় দূর্বত্ত স্বতন্ত্র মেয়র প্রার্থী শেখ এমদাদুল হক আল মামুনের নারিকেল গাছ প্রতিকের এক হাজার পোষ্টার ছিঁড়ে ড্রেনে ফেলে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, নাটোর পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী শেখ এমদাদুল হক আল মামুনের বাসা শহরের দক্ষিণ বড়গাছা এলাকায়।
মূলত ঐ এলাকায় আজ শনিবার দুপুরে কয়েকজন দূর্বত্ত এসে নারিকেল গাছ প্রতীকের এক হাজার পোস্টার ছিঁড়ে ড্রেনে ফেলে দেন। এছাড়া শহরের মসজিদ মার্কেট ও কানাইখালী এলাকায় প্রচার মাইক থেকে পেনড্রাইভ খুলে নিয়ে যায়।
এ ব্যাপারে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বিটিসি নিউজকে জানান,পোষ্টার ছিঁড়ে ড্রেনে ফেলার ব্যাপারে থানায় এখনও কোনো অভিযোগ দেননি। অভিযোগ পাওয়ার পর তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.