নাটোরে সিগারেটের আগুনে পুড়লো শিক্ষা সফরের বাস

নাটোর প্রতিনিধি: বাসের পেছনের ছিটে বসে সিগারেট খাচ্ছিলেন পাঁচ বন্ধু। পাশে সাউন্ড বক্সে বাজছে গান। তাদের মধ্যে হাস্যরসের এক পর্যায়ে একজনের হাতের সিগারেটের আগুন গিয়ে পড়ে সাউন্ড বক্সের ব্যাটারীর উপর।
মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায় সেখানে। দ্রত তা ছড়িয়ে পড়ে একে একে সব ছিট জ্বলতে থাকে। এসময় বাসে থাকা সকল শিক্ষার্থী দৌড়ে নেমে পড়েন। ফলে সকলেই সুস্থ্য অবস্থায় থাকলেও পুড়ে যায় গোট বাস।
খবর পেয়ে দমকল কর্মীরা প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার (২৮ মার্চ) রাত সাড়ে আটটায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে মানিকপুরে একটি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
রুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শহিদুল ইসলাম বিটিসি নিউজকে জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গাজীপুরের কালিয়াকৈর রাজউক ক্যাডেট একাডেমি থেকে দুটি বাস নাটোরের লালপুর গ্রীন ভ্যালি পার্কে শিক্ষা সফর শেষে ফেরার পথে বড়াইগ্রামের মানিকপুরে এলাকায় বিসমিল্লাহ পরিবহনের একটি বাসে আগুন লেগে যায়।
৯৯৯ ফোনে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিস কর্মীরা। ততক্ষনে বাসের ভিতরের সব পুড়ে যায়। সিগারেটের আগুন থেকে বাসে আগুনের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারনা ফায়ার সার্ভিসের। পরে বিভিন্ন পরিবহনে করে শিক্ষার্থিদের নিয়ে বাড়িতে ফেরেন শিক্ষকরা।
বাসে থাকা ছাত্র আরাফাত, রণি, রাজন জানায় পেছনে বন্ধুরা সিগারেট থেকে গিয়ে অসাবধানতা বসতঃ ব্যাটারীর উপর আগুন ফেললে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। তবু কপাল ভালো সবাই নিরাপদে নামতে পেরেছি। সাউন্ড সিষ্টেম অপারেটর আতিকুর রহমান তুহিন ঘটনার সত্যতা বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন।
এ বিষয়ে রাজুক ক্যাডেট এ একাডেমির সংশ্লিষ্টরা কথা বলতে রাজি হননি। রাত ১০টায় বিকল্প বাসে তারা গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.