নাটোরে সসমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্টিত

নাটোর প্রতিনিধি: সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নাটোর জেলার উদ্যোগে “গণতান্ত্রিক শ্রম আইনের আকাঙ্খা ও শ্রম আইন সংশোধনের সাম্প্রতিক উদ্যোগ” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গতকাল শুক্রবার  বিকেল ৪ টায় নাটোর শহরের শুকুলপট্রির  ভিক্টোরিয়ার পাবলিক লাইব্রেরী  নাটোরের সেমিনার কক্ষে অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কমরেড খালেকুজ্জামান লিপন।
বাসদ নাটোর জেলার সমন্বয়ক দেবাশীষ রায় এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাটোরের বিশিষ্ট লেখক খালিদ বিন জালাল, ইঙ্গিত থিয়েটার নাটোরের সাধারণ সম্পাদক এড.সুখময় বিপলু,ন্যাশনাল আওয়ামী পার্টির নাটোর জেলা সভাপতি মো.আব্দুর রশীদ, নাটোর চিনিকলের শ্রমিক নেতা মিজানুর রহমান, বাংলাদেশ ওয়ারকার্স পার্টির নটোর জেলা সভাপতি মো.মাহবুবর রহমান সহ নাটোরের বিভিন্ন শ্রমিক ফেডারেশনের নেতাবৃন্দ।
সভায় বক্তারা, শ্রম আইন সংশোধন সম্পর্কিত বিষয়ে শ্রমিকের নায্য অধিকার প্রতিষ্ঠার জন্য সমগ্র দেশে শ্রমিক আন্দোলন গড়ে তোলার আহবান জানানো হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.