নাটোরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি: গাহি সাম্যের গান সম্প্রীতির পথে সাফল্যের অগ্রযাত্রা এই শ্লোগান নিয়ে নাটোরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সমাবেশের সূচনা করা হয়।
সংগঠনের জেলার আহব্বায়ক আব্দুস সালাম এর সভাপতিত্বে অনুষ্টিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সম্প্রীতি বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির আহব্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, রাজশাহী বিশ্ববিদ্যালেয় শিক্ষক ড. আনিসুজ্জামান, নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক।
সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আলো জ্বালা সম্প্রীতির পথে বঙ্গবন্ধুর তনয়া শেখ হাসিনা আমাদের সাফল্যের মশাল হাতে দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে, আমাদের নেতৃত্ব দিচ্ছে। আর আমরা তার পিছনে আছি বাংলাদেশ তার পিছনে আছে। সম্প্রীতি বাংলাদেশ সংগঠনটি বাংলার সম্প্রীতি ও সামাজিক দর্শন সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করে চলেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.