নাটোরে সদর উপজেলা নির্বাচন উপলক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি: আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নাটোরে সদর উপজেলা আয়োজিত বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কান্দিভিটুয়া কার্যলয়ে নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম রমজান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্ত্তুজা আলী বাবলু, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আওয়াল, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন আনু প্রমুখ। উপজেলা পরিষদ চেয়ারম্যান , ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সহ সকল পৌর আওয়ামী লীগ , সকল ইউনিয়ান আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটের মাধ্যেমে তিন জনকে বাছাই করে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ঢাকা অফিসে পাঠানো হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.