নাটোরে সড়ক দূর্ঘটনায় চালকসহ দুইজন নিহত


নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে বালু ভর্তি এক চলন্ত ট্রাক পিছন থেকে অপর একটি ট্রাককে ধাক্কা দিলে পেছনের ট্রাকের চালক ও তার সহকারী (হেলপার) নিহত হয়েছেন।
শনিবার (৬ জানুয়ারি) ভোরে গুরুদাসপুর উপজেলার গলাকাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঝিনাইদহ জেলার বাড়ইপাড়া গ্রামের বাসিন্দা ট্রাক চালক শাহীনুর আকাশ (২৮) এবং এক জেলার অচিন্তপুর গ্রামের ট্রাক চালকের সহকারী (হেলপার) জসিম উদ্দিন (২৬)।
ঝলমলিয়া হাইওয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এন এম মাসুদ বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করে বলেন, দিনাজপুর থেকে একই সাথে বালু ভর্তি দুটি ট্রাক কুষ্টিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। ভোরে সাড়ে ৫ টার দিকে নাটোর-বনপাড়া মহাসড়কের গুরুদাসপুর উপজেলার গলাকাটা এলাকায় ট্রাক দুটি পৌঁছালে পেছনে থাকা ট্রাকটি সামনের ট্রাকটিকে ধাক্কা দেয়।
পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে পেছনের ট্রাকের চালক ও হেলপারকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, ট্রাক দুটি পুলিশের হেফাজতে রয়েছে। সেই সাথে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.