নাটোরে শেখ রাসেলের জন্মদিবস পালিত


নাটোর প্রতিনিধি: দিনব্যাপী নানা অনুষ্ঠনের মধ্যদিয়ে নাটোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিবস পালিত হচ্ছে।
এ উপলক্ষে আজ সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট ভবন চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেলের প্রতিকৃতিতে পুম্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
পরে শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেলের প্রতিকৃতিতে পুম্পমাল্য অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক চিত্তরঞ্জন সাহা, দপ্তর সম্পাদক দিলিপ কুমার দাস, জেলা যুব লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়াসহ দলের নেতা-কর্মীরা। পরে দোয়া মাহফিল ও কেক কাটা হয়।
এ ছাড়াও জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগ পৃথকভাবে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.