নাটোরে শুরু হয়েছে চলতি আমন মৌসুমের ধানসংগ্রহ অভিযান

নাটোর প্রতিনিধি:  প্রায় সাড়ে ৮ হাজার মে.টন ধান সংগ্রহের লক্ষ্য নিয়ে আজ থেকে নাটোরে শুরু হয়েছে চলতি আমন মৌসুমের ধান সংগ্রহ অভিযান শুরু।

চালের মূল্য বৃদ্ধির প্রবনতার মুখেই এ কর্মসূচী বাজার নিয়ন্ত্রনে ভূমিকা রাখবে বলে মনে করেছে খাদ্যবিভাগ। আজ বুধবার সকালে নাটোর সদর উপজেলা খাদ্য গুদামে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজ।

এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলাম, জেলা আওয়ামলী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মোত্তুর্জা আলী বাবলু, জেলা আওয়ামলীলীগের দপ্তর সম্পাদক দিলিপ কুমার দাসসহ কৃষক ,সাংবাদিক উপস্থিত ছিলেন। আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে ধান সংগ্রহ অভিযান।

কৃষিবিভাগ জানায়, নাটোরে জেলায় এবার ৫৯ হাজার ২৯০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। যা থেকে প্রায় ৩ লাখ মে.টন ধান উৎপাদনের আশা করা হচ্ছে। আর ইতিমধ্যেই বাজারে চলে এসেছে প্রায় দেড় লাখ মে.টন ধান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.