নাটোরে শিক্ষকের বেত্রাঘাতে ১২ শিক্ষার্থী আহত


নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা স্কুল এন্ড কলেজে শ্রেণীকক্ষে বেয়াদবি করার অভিযোগে ১২ শিশু শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
এঘটনায় শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবীতে স্কুলমাঠে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
মঙ্গলবার সকাল ১১ টায় এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা বিটিসি নিউজকে জানান, মঙ্গলবার ১১টার দিকে বিদ্যালয়ের নতুন ভবনের শ্রেনী কক্ষে শিক্ষার্থীরা বসে ছিল। এসময় হঠাৎ ধর্মীয় শিক্ষক আব্দুর রউফ এসে টেবিল ভাঙ্গার অভিযোগে সপ্তম ,অষ্টম ও নবম শ্রেনীর ১২ শিক্ষার্থীকে বেত দিয়ে বেধড়ক মারপিট করে। এ ঘটনায় ১০ম শ্রেনীর ছাত্র রাব্বি, ৯ম শ্রেনীর নাঈম, ৮ম শ্রেনীর নাহিদসহ ১২ শিক্ষার্থী আহত হয়। তারা স্থানীয় ভাবে চিকিৎসা গ্রহণ করেছে।
অভিযুক্ত শিক্ষক আব্দুর রউফ বিটিসি নিউজকে বলেন, ৭ম শ্রেনীর ছাত্রদের রুম থেকে বের করে দেওয়ার অভিযোগ পেয়ে ওই ছাত্রদের শাসন করেছি মাত্র।
কাছিকাটা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমানের ফোনে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন বিটিসি নিউজকে বলেন, বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.