নাটোরে রমজানে পণ্যের মুল্য সহনীয় রাখতে ব্যবসায়ীদের প্রতি ডিসির আহ্বান


নাটোর প্রতিনিধি: পবিত্র রমজান মাসে নাটোরে নিত্য পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। আজ শুক্রবার বাজার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ।

রমজান উপলক্ষ্যে নিত্যপন্যের দাম স্থীতিশীল রাখার লক্ষ্যে আজ শুক্রবার শহরের নিচাবাজার এলাকায় বাজার মনিটরিং করতে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ ব্যবসায়ীদের প্রতি এই আহ্বান জানিয়েছেন।

আজ শুক্রবার বেলা এগারটার দিকে শহরের নিচাবাজার এলাকায় নিত্যপণ্যের দোকানগুলো মনিটরিংয়ে যান জেলা প্রশাসকসহ জেলা প্রশাসনের মনিটরিং কমিটির একটি দল।

এসময় জেলা প্রশাসক পণ্যের মূল্য বৃদ্ধি না করার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানান। এসময় তিনি সাংবাদিকদের বলেন, রমজান মাসকে সামনে রেখে যাতে কেউ চাল, ডাল .ছোলা চিনি সহ নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি করতে না পারে অথবা সিন্ডিকেট করতে না পারে তারই লক্ষ্যে এই মনিটরিং।

এ সময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, পৌর মেয়র উমা চৌধুরী জলিসহ বাজার মনিটরিং কমিটির সদস্যবৃন্দ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.