নাটোরে রমজানে দ্রব্যমূল্যের দাম না বাড়াতে ডিসির আহ্বান


নাটোর প্রতিনিধি: রমজান মাসের শুরু থেকে নাটোরে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের পাইকারী ও খুচরা পর্যায়ে পণ্যের মুল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখাতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।
আজ বুধবার (৩১শে মার্চ) দুপুরে আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় করেছে নাটোর জেলা প্রশাসন।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাজেদুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ার, অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, বাজার মনিটরিং কর্মকর্তা নূর মোমেন, খাদ্য, ভোগ্যপণ্য ও কাঁচামালের ব্যবসায়ী
নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, প্রতিটি দোকানে ক্রেতা ও বিক্রেতার মাস্ক পরিধান নিশ্চিত করেই ছাড়া পণ্য কেনাবেচা করতে হবে। রমজান মাসে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার থাকবে। সিন্ডিকেট করে ভোগ্যপণ্যের দাম বাড়ালে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.