নাটোরে যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

নাটোর প্রতিনিধি: যমুনা গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে নাটোরে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে যমুনা ডিষ্টিলারী প্রাঙ্গণে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, নাটোর সুগার ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক আলমগীর হোসেন ও পরিদর্শক নাজিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিন, যমুনা ডিষ্টিলারীর পরিচালক সিরাজুল ইসলাম, মহাব্যবস্থাপক অশোক কুমার বসু, দৈনিক যুগাস্তরের স্টাফ রিপোর্টার মাহফুজ আলম মুনী, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার নাজমুল হাসান, যুগান্তরের বড়াইগ্রাম প্রতিনিধি অহিদুল হক, সিংড়া প্রতিনিধি সাইফুল ইসলামসহ যমুনা ডিস্টিলারিজ লিমিটেডের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী ও স্থানীয় সুধী সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.