নাটোরে মৎস্যজীবী দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন


নাটোর প্রতিনিধি: জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে নাটোরে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শহরের আলাইপুরে নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জেলা মৎস্যজীবী দলের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্যজীবী দলের আহবায়ক আবু সাইদ।
সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, সদস্য মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব এ, আর মুকুলসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, ও মৎস্যজীবী দলের দলের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান বলেছিলেন জাল যার জলা তার, কিন্তু এখন আর সেই নীতি মানা হয় না। বর্তমান সরকার দুর্ণীতি সন্ত্রাসের মাধ্যমে পুকুর জলাশয় নদনদী সব দখল করে বড় বড় বিল্ডিং তৈরি করছে। এতে করে পানি প্রবাহে বাধাসৃষ্টি করছে। অবাধে মাছ বিচরনে বাধা সৃষ্টি হচ্ছে। তাই সকলের উচিত পানি প্রবাহে যেন কেউ বাধা সৃষ্টি করতে না পারে সেই দিকে সবার নজর দিতে হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.