নাটোরে মোটরসাইকেল সংঘর্ষে ইসলামী আন্দোলন নেতা নিহত, আহত দুই

নাটোর প্রতিনিধি: নাটোর শহরতলীর হরিশপুর এলাকার রহিম ফিলিং স্টেশন সংলগ্ন নাটোর-ঢাকা মহাসড়কে
দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের নাটোর জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক স¤পাদক আবির হোসেন (৪০) নিহত হয়েছে।
আহত হয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নাটোর জেলা শাখার সভাপতি ও নাটোর-০২ আসনের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী সিদ্দিকী (৫০) এবং আরটিভির জেলা প্রতিনিধি তোফাজ্জ্বল হোসেনের ছেলে সাকলাইন (১৫) ।
নিহত আবির হোসেন সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের লাকি মেম্বারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে সাকলাইন নাটোর শহর থেকে বড়াইগ্রামের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওনা দেন। পথিমধ্যে রহিম ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মোহাম্মদ আলী সিদ্দিকী ও আবির হোসেনকে বহনকারী মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। এ সময় আবির হোসেনকে মৃত ঘোষণা করা হয় এবং তার মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের মৃত্যুতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখা ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.