নাটোরে মোটরসাইকেল নিয়ে বের হলেই মামলা


নাটোর প্রতিনিধি: নাটোরে লকডাউনের তৃতীয় দিনে বেড়েছে ব্যক্তিগত যানবাহনের সংখ্যা। বেশির ভাগ মানুষ মোটরসাইকেল নিয়ে বের হয়েছেন। তবে লকডাউন সফল করতে শহরের মোড়ে মোড়ে চেক পোস্ট বসিয়েছে জেলা পুলিশ। আজ শনিবার (০৩ জুলাই) দুপুরে পুলিশ সুপার লিটন কুমার সাহার নেৃতত্বে শহরের কানাইখালি এলাকায় চেক বসানো হয়। এসময় প্রয়োজন ছাড়া মোটরসাইকেল নিয়ে বাহিরে বের হওয়ার কারনে অর্ধশত মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়।
পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, প্রয়োজন ছাড়া কেউ মোটরসাইকেল নিয়ে বাহিরে বের হলেও, তার বিরুদ্ধে মামলা করা হবে। এতে কোন ছাড় হবে না।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.