নাটোরে মাদ্রাসা শিক্ষককে তুলে নিয়ে হাতুড়িপেটা করল মুখোশধারী দুবৃত্তরা 

নাটোর প্রতিনিধি: নাটোরে এক মাদ্রাসার শিক্ষককে মাইক্রোবাসে তুলে নিয়ে হাতুড়িপেটা করে আহত অবস্থায় সড়কে ফেলে গেছে মুখোশধারী দুর্বৃত্তরা। এসময় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৭ নভেম্বর) রাত ৭টার দিকে নাটোর সদর উপজেলার মাঝদিঘা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মাদ্রাসা শিক্ষকের মাওলানা  সাইদুল ইসলাম (৩৮) নাটোর সদর উপজেলার মাঝদিঘা পূর্ব পাড়ার আবদুর রহমানের ছেলে। এবং তিনি মাঝদিঘা নুরানি হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় মসজিদে মাগরিবের নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করছিলেন সাইদুল ইসলাম। এসময়   ৬/৭ জন মুখোশধারী দুবৃত্ত তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে রাত ৮টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে নাটোর-নলডাঙ্গা সড়কের চিকুর মোড় এলাকায় তাকে হাকুড়িপেটা করে গুরুতর আহত অবস্থায় ফেলে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
নাটোর সদর থানার কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বিটিসি নিউজকে বলেন, বিষয়টি শুনেছি। এবং ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.