নাটোরে মাদক মামলায় একজনের ১০ বছর সশ্রম কারাদণ্ড

নাটোর প্রতিনিধি: নাটোরে মাদক মামলায় শাহ আলম নামের একজনের ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছে সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মোঃ শরিফ উদ্দিন।
আজ ১৯ জুন সোমবার দুপুর বারোটার দিকে এই রায় ঘোষণা করেন। জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন তিনি। শাহ আলম রাজশাহী জেলার বিনোদপুর থানার চর সাতবাড়িয়া এলাকার সাইফুল ইসলামের ছেলে।
মামলার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১২ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল বিকেল সাড়ে তিনটার দিকে নাটোর সদর উপজেলার নারায়ণ পাড়া এলাকায় নাটোর রাজশাহী মহাসড়কের ওপর অভিযান পরিচালনা করে।
এ সময় রাজশাহী থেকে ঢাকা গামী ন্যাশনাল ট্রাভেলসের একটি এসি বাস দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশি কাল বাসের যাত্রী শাহ আলমের কাছ থেকে ৬০ বোতল ফেনসিডিল জব্দ করে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করলে আজ এই রায় ঘোষণা করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.