নাটোরে ভ্রাম্যমান আদালতের ৫ জনের জরিমানা ও ২হাজার মিটার কারেন্ট জাল জব্দ

নাটোর প্রতিনিধি: নাটোর শহরের তেবাড়িয়া হাট ও শহরের পিটিআই এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। এছাড়া দুজনের ২ হাজার টাকা জরিমানা করাসহ মাস্ক ব্যবহার না করায় অপর তিনজনের জরিমানা করা হয়। আজ রবিবার নাটোর সদর সহকারী কমিশনার ( ভূমি )রআবু হাসানের ভ্রাাম্যমান আদালত এই জাল জব্দ ও জরিমানা করেন।

আবু হাসান বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, করোনা সংকট ও জালের দাম বিবেচনা করে মৎস্য রক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০ এর বিধান লঙ্ঘন করায় একজনকে ১ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। এছাড়াও পিটিআই মোড় এলাকায় মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন ২০১০ অনুযায়ী লাইসেন্স নবায়ন না করায় বিসমিল্লাহ

ফিড দোকানের মালিককে ১হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। জনসাধারনের মাস্ক সচেতনতা বাড়াতে শতাধিক ব্যক্তির মাঝে মাস্ক বিতরন করা হয় এবং ৩ জনকে ২৫০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নাটোর সদর থানার ফোর্স ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সি উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.