নাটোরে ভ্রাম্যমাণ আদালতে ২ জনের জরিমানা

নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলায় রমজানে পণ্যের মূল্য স্থিতিশীলতা নিশ্চিত ও কঠোর বিধিনিষেধ কার্যকরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।
উপজেলার স্টেশন বাজার, চকবৈদ্যনাথ, তেবাড়িয়া ও দত্তপাড়ায় আজ শুক্রবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম।
এ সময় মাস্ক না পরায় তরমুজের আড়ৎদারের ৫০০ টাকা ও মাংসের দোকানে ওজন সঠিক না দেয়ায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া জনসাধারণের মাঝে মাস্কও বিতরণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে নাটোর সিপিসি-২ র‌্যাব কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ উদ্দিন, এনডিসি জুয়েল আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.