নাটোরে ভোট বর্জনের ডাকে বিএনপির লিফলেট বিতরণ ও বিক্ষোভ


নাটোর প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বর্জনের করতে নাটোরে বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করেছে বিএনপি। বৃহম্পতিবার (৪ জানুয়ারী) সকালে শহরের তেবাড়িয়া হাট থেকে মিছিলটি বের করা হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ষ্টেশন এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেননাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ,সিনিয়র যুগ্ন আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাটোর সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ফয়সাল ইসলাম আবুল,জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, ছাত্রদলের সাধারন সম্পাদক মারুফ ইসলাম সৃজনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় তারা বলেন, ৭ জানুয়ারী ভোট বর্জনের মধ্যে দিয়ে সরকারকে লাল কার্ড দেখাতে হবে। সরকার নিজের স্বার্থে এই ডামী নির্বাচন করছে। এই ডামী নির্বাচন সাধারন জনগন মানবে না। ৭ জানুয়ারী ভোট বর্জন করে পরিবার কে সময় দেওয়ার আহবান জানান।
সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের সামনে যানবাহনে লিফলেট বিতরণ করে নেতাকর্মীরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.