নাটোরে ভেজাল গুড় তৈরীর অপরাধে ৯ লাখ টাকা জরিমানা

নাটোর প্রতিনিধি:  ভেজাল গুড় তৈরী ও সংরক্ষণের অপরাধে নাটোরের গুরুদাসপুরে অভিযান চালিয়ে তিন কারখানা মালিকের কাছ থেকে নয় লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।

র‌্যাব-৫ (সিপিসি-২) এর নাটোর ক্যাম্পের এএসপি রাজিবুল আহসানের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে গুরুদাসপুর পৌর এলাকার চাঁচকৈড় পুরানপাড়া এলাকার ভেজাল গুড় কারখানার মালিক সুজন সোনার (২৫), মুক্তার শাহ (৪০) ও আলামিন সোনারকে (৩২) ভেজাল গুড়সহ গ্রেফতার করে র‌্যাব-৫।

পরে আজ শুক্রবার সকালে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে ৩ লাখ টাকা করে মোট ৯ লাখ টাকা জরিমানা আদায় করেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান।

ওই অভিযানে ১৫ হাজার ৯৫০ কেজি চিনি, এক লাখ কেজি গুড়, ২৮০টি প্লাষ্টিকের ড্রাম, ৩৫০টি সিলভারের পাতিল, ২৫০ কেজি আতব চাউল জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বিটিসি নিউজকে জানান, ওই ভেজাল গুড় ধ্বংস করা হয়েছে এবং জব্দকৃত আলামত সমূহ বিভিন্ন মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.