নাটোরে ভুয়া মুক্তিযুদ্ধ সনদে পুলিশে চাকরীর চেষ্টায় গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক, নাটোর : ভুয়া মুক্তিযোদ্ধা সনদের মাধ্যমে পুলিশে চাকরীর চেষ্টার অভিযোগে নাটোরে ২ প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন নাটোর সদর উপজেলার লালমনিপুর গ্রামের ফরজ মন্ডলের ছেলে রবিন হোসেন(১৯) ও বড়াইগ্রাম উপজেলার পারবাগডোব গ্রামের সাইদুল জোয়ার্দারের ছেলে ইমরান হোসেন(২০)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ভোরে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিকদার মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সদ্য সমাপ্ত পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষা শেষে চুড়ান্ত নিয়োগের জন্য আবেদনের সাথে সংযুক্ত বিভিন্ন তথ্যাদি যাচাইবাছাই কালে অভিযুক্ত রবিন ও ইমরানের মুক্তিযোদ্ধা সনদটি জাল বলে ভেরিফিকেশনে ধরা পড়ে। অধিকতর যাচাইবাছাই করে পুলিশ নিশ্চিত হয়, মুক্তিযোদ্ধা হিসেবে যার সনদ ব্যবহার করা হয়েছে তিনি মৃত এবং ওই ব্যক্তির সাথে তাদের কোন সম্পর্ক নেই। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে যে, ভুয়া সনদটি তারা চাঁপাইনবাবগঞ্জ থেকে সংগ্রহ করেছিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.