নাটোরে বেসরকারী কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষকদের মানববন্ধন

নাটোর প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারী কলেজ অনার্স-মাস্টার্স কোর্সে নিয়োগ প্রাপ্ত শিক্ষকগণকে অন্তর্ভূক্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে নাটোর প্রেসক্লাবের সামনে একর্মসুচি পালন করে বাংলাদেশ বেসরকারী কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফোরাম।

সংগঠনের সদস্য সচিব রেজাউল করিম এর সঞ্চালনায় কর্মসুচিতে বক্তব্য রাখেন নাটোর জেলা শাখার সভাপতি জিল্লুর রহমান, যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিনসহ প্রমুখ।

এসময় বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ সংশধোন করে তাদের অন্তর্ভুক্তির দাবি জানান বক্তারা। পরে জেলা প্রশাসক বরাবর স্মারক লীপি প্রদান করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.