পাবনায় বেরোবির এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু !

বিশেষ প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন নাকি স্বাভাবিক মৃত্যু হয়েছে এ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

আজ মঙ্গলবার (২৬ মে) তার লাশ উদ্ধার করা হয়েছে। ওই শিক্ষার্থীর নাম আরিফুল ইসলাম আলভী। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি রাজশাহীতে।

আজ মঙ্গলবার সকাল ৭টা ১০ মিনিটে তার বাবার কর্মস্থলের কোয়ার্টারের দোতলা ভবনের ছাদের ওপর ট্যাংকির পাশে থাকা রডে গলায় তারের সঙ্গে ঝোলানো অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। আলাভীর বাবার চাকরীস্থল পাবনার কাশিনাথপুরে বাসায় তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কেউ কেউ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যাওয়ার কথাও বলছেন। ময়না তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানান সংশ্লিষ্টরা।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থী মুঠোফোনে বলেন, আজ মঙ্গলবার সকালে তার মারা যাওয়ার বিষয়টি শুনেছি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে শুনেছি। আবার কেউ কেউ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যাওয়ার কথাও বলছেন।

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক প্রদীপ কুমার সরকার বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, বিভাগের এক শিক্ষার্থীর কাছ থেকে বিষয়টি শুনলাম। ওই শিক্ষার্থীর গভীর রাতে কোন এক সময় বৈদ্যুতিক তারের সাথে স্পৃষ্ট হয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

তিনি আরও বলেন, ওই শিক্ষার্থীর বাবা পাবনায় পল্লীবিদ্যুৎ অফিসে চাকরি করেন। আমরা বিভাগ থেকে এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়ার চেষ্টা করছি। তবে তার পরিবারের কারও ফোন নাম্বার এই মুহুর্তে পাওয়া যাচ্ছেনা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর (চলতি) আতিউর রহমান বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, ওই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়ে কোন তথ্য নেই। তবে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষদের সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হতে হবে।

পুলিশের ধারণা, আজ মঙ্গলবার ভোর ৫টা পরে যে কোনো সময় আত্মহত্যা করে থাকতে পারে। তবে আলভির বাম হাতের কব্জিতে বেশ কয়েকটি ব্লেডের আঁচরের দাগ দেখা গেছে, যেখান থেকে রক্ত পড়ছিল বলে বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানিয়েছেন সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান।

ওসি আরো বলেন, আলভির লাশ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই বিষয়টি পরিস্কার হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.