নাটোরে বেগম খালেদা জিয়ার রায়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল

নাটোর প্রতিনিধি: বেগম খালেদা জিয়ার রায়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে নাটোর জেলা বিএনপি । আজ মঙ্গলবার সকালে শহরের আলাইপুরের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে চাইলে পুলিশি বাঁধার মুখে সেখান ফিরে যায় দলীয় নেতাকর্মীরা । বিক্ষোভ সমাবেশ করতে না পেরে।

পরে জেলা বিএনপি’র সহ সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু ও শহর বিএনপি’র সভাপতি রুহুল আমিন তালুকদার টগরের নেতৃত্বে পুলিশি বাঁধা উপেক্ষা শহরের উপশহর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.