নাটোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভ্যান চালকের মৃত্যু

নাটোর প্রতিনিধি: নাটোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল কাদের (৩৫) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।স্থানীয় ইউপি চেয়ারম্যান ওমর আলী প্রধান বিটিসি নিউজকে জানান,সদর উপজেলার তেবাড়িয়াই উনিয়নের সিংহারদহ গ্রামের ভ্যান চালক আব্দুল কাদের আজ মঙ্গলবার সকালে পাশের বাড়িতে তার ব্যাটারি চালিত রিকশা ভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।

সে ওই এলাকার মেছের প্রামানিকের ছেলে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.