নাটোরে বিএনপি’র ৭ উপজেলা ও ৮ পৌর কমিটি বিলুপ্ত

নাটোর প্রতিনিধি:  মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নাটোরের ৭ উপজেলা ও ৮ পৌর কমিটি বিলুপ্ত করা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে এসব কমিটি করা হবে বলে আজ বুধবার সকালে শহরের আলাইপুরের অস্থায়ী কার্যালয়ে নাটোর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।

নাটোর জেলা বিএনপি’র আহবায়ক আমিনুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব রহিম নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, কাজী শাহ আলম, নাটোর পৌরসভার সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, ফরহাদ আলী দেওয়ান শাহীন সহ আরোও অনেকে।

সভায় জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় আগামী ২৯ সেপ্টেম্বর বিএনপি’র রাজশাহী বিভাগীয় সমাবেশ সফল করার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.