নাটোরে বিএনপি’র বিক্ষোভ সমাবেশে হামলা–ধাওয়া পাল্টা ধাওয়া আহত-৪

নাটোর প্রতিনিধি: নাটোরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াাউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের সিদ্ধান্ত ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নেতা–কর্মীদের সাজা ও কারাগারে পাঠানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে হামলার ঘটনা ঘটেছে।
হামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহম্মেদ আবুল ব্যাপারী ,জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম, ছাত্রদল নেতা জুবায়ের হোসেন যুবদল নেতা রনি আহত হয়। পরে স্থানীয়ভাবে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
জানা যায়, আজ রবিবার বেলা এগারো টায় শহরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ বেষ্টনীর ভিতরে বিক্ষোভ সমাবেশ শুরু করলে ৮ থেকে ১০ জন তরুণ লাঠিসোটা ও ইটপাটকল নিয়ে হামলা করে। এ সময় বিএনপি নেতাকর্মীদের সাথে হামলাকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় বিএনপির চার নেতাকর্মী আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।পুলিশের বাঁধার মুখে বিএনপি নেতাকর্মীরা প্রধান সড়ক ছেড়ে দলীয় কার্যালয়ের ভিতরে সমাবেশ করে। জেলা বিএনপি’র আহবায়ক আমিনুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, পৌর বিএনপি’র সদস্য সচিব জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী ,জেলা বিএনপি’র সদস্য রফিকুল ইসলাম, জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমূখ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সকালে নাটোর শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে পুলিশি বেষ্টনীর মধ্যে প্রতিবাদ সমাবেশ শুরু করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মিরা। এসময় পুলিশি বেষ্টনী ভেঙ্গে আচমকা কয়েকজন যুবক বিএনপির নেতা কর্মিদের ওপর হামলা করে।
এ সময় বিএনপি নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহম্মেদ আবুল ব্যাপার, ছাত্রদল নেতা জুবায়ের হোসেন সহ চারজন জন নেতাকর্মী আহত হয়।পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।এর পর দলীয় কার্যালয়ের ভেতরে কর্মসূচী পালন করে বিএনপি।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.