নাটোরে বারুনী নদীতে গঙ্গাস্নান উৎসব অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি: নাটোরে গদাই নদী ঘাটে পূর্ব পুরুষের আর শান্তি কামনায় ও পাপ থেকে মুক্ত হয়ে পূণ্য লাভের আশায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বারুনী গঙ্গাস্নান উৎসব।

আজ বুধবার (৩ এপ্রিল) ভোর থেকে বিভিন্ন স্থান থেকে হাজার হাজার পূণ্যার্থী সদর উপজেলার বাকসোর এলাকায় গদাই নদী ঘাটে ভীড় করে। পূর্জা অর্চনাসহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে দিন ব্যাপী চলে এই গঙ্গাস্নান উৎসব।

এদিকে গঙ্গাস্নান উপলক্ষে বাকসোর ঘাট এলাকা জুড়ে রকমারী পসরা নিয়ে বসেছে মেলা। এছাড়াও রাতে আয়োজন করা হয় কালী পূজার। সকালে অনুষ্ঠিত হয় ভক্তিমুলক গান আর কীর্তন। দূরদূরান্ত থেকে সাধু সন্ন্যাসীরা এসে ভীড় জমিয়েছে এই গঙ্গাস্নান উপলক্ষে।

অনুষ্ঠানের আয়োজক প্রতাপ চক্রবর্তী বিটিসি নিউজকে জানান, প্রতি বছর দোল পূণিমার ১২ দিন পর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশীতে এ পূণ্যস্নান অনুষ্ঠিত হয়ে থাকে। পূর্বপুরুষের আত্মার শান্তি কামনায় পূজা শেষে পরম শান্তিতে আবার ফিরে যায় সংসার জীবনে।

 সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.