নাটোরে বজ্রপাত ঠেকাতে তাল বীজ রোপন কর্মসূচী

 

 

 

নাটোর প্রতিনিধিঃ বজ্রপাত ঠেকাতে নাটোরের গ্রামীণ রাস্তার উভয় পাশে এক কিলোমিটার অংশ জুড়ে এক হাজার তাল বীজ রোপন করা হচ্ছে। আজ সোমবার নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষীকোল এলাকায় শিক্ষা উন্নয়ন বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাইফলং ইন্সপাইরেশান ফর এডুকেশান (লাইফ)’ এর আয়োজনে কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ কামাল হোসেন।

কর্মসূচীর আওতায় ঠাকুর লক্ষীকোল-পাটুল এবং বালটি বটতলা-বৈরাগীমারা সড়কে মোট এক হাজার তাল বীজ রোপন করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন, নাটোরের জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, ‘লাইফ’ এর উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সভাপতি ওবায়দুর রহমান, সহ সভাপতি ডা. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাংবাদিক মোস্তাফিজুর রহমান টুটুলসহ স্থানীয়রা

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.