নাটোরে প্রশাসনের উদ্যোগে কৃষকের মাধ্যমে ন্যায্যমূল্যে তরমুজ বিক্রি

নাটোর প্রতিনিধি: মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেট ভেঙে কৃষক ও ভোক্তা পর্যায়ে ন্যায্য মূল্য নিশ্চিত করতে নাটোরে জেলা প্রশাসনের উদ্যোগে তরমুজ বিক্রি শুরু হয়েছে।
আজ রোববার সকালে নাটোর শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে আনুষ্ঠানিকভাবে তরমুজ বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মো. শাহরিয়াজ।
এ সময় অন্যদের মধ্যে পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা, কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত কুমার সরকার, পৌর মেয়র উমা চৌধুরী জলিসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেখানে আকার ভেদে সর্বনিæ ২৫ টাকা থেকে সর্বোচ্চ ৪০ টাকা কেজি দরে কৃষকেরা সরাসরি তরমুজ বিক্রি করবেন বলে জানান ডিসি মো. শাহরিয়াজ।চলতি বছরে নাটোরে ৮৬৮ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে, যা থেকে প্রায় ৩৬ হাজার ৪৫৬ মেট্রিক টন তরমুজ উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.