নাটোরে প্রকাশ্যে মাদক গ্রহণের অভিযোগে ১৫ জন আটক

নাটোর প্রতিনিধি: নাটোরে প্রকাশ্যে মাদক গ্রহণের অভিযোগে ১৫ জনকে আটক করেছে র‌্যাব। গতকাল ১২ অক্টোবর মঙ্গলবার রাত পৌনে দশটার দিকে সদর উপজেলার দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয় এলাকা থেকে তাদের আটক করা হয়।
র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব একটি মাদক বিরোধী বিশেষ অপারেশন গতকাল ১২ অক্টোবর মঙ্গলবার রাত পৌনে দশটার দিকে সদর উপজেলার দিঘাপতিয়া পিএন হাই স্কুল এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে ১.২৫ মিঃ লিঃ চোলাই মদসহ শহরের মীর পাড়া এলাকার সায়মুদ্দিনের ছেলে বাবু (৩৭), বড়গাছা পালপাড়া এলাকার বৃদ্ধ গঙ্গা দাসের ছেলে শ্রীকনক চন্দ্র দাস (৩০), সূর্য দাস এর ছেলে প্রদীপ দাস (৩৫),নারায়ণ কান্দি এলাকার মৃত আবুল কাশেমের ছেলে আরিফ (২৪),চাঁদপুর কুড়িয়াপাড়া এলাকার মৃত করিম সরদারের ছেলে আব্দুলমতিন (৪৫), লোচনগড় হিন্দুপাড়া এলাকার সন্তোস চন্দ্র সরকারের ছেলে দিপক চন্দ্র সরকার (২৮), তেবাড়ীয়া উত্তরপাড়া এলাকার মৃত দিদার লিটন (২৫), তেবাড়ীয়া মধ্যপাড়া এলাকার মৃতমফিজ ফকিরের ছেলে আজিম ফকির (৩৬), হুগোলবাড়ীয়া এলাকার মৃত মফিজ এর ছেলে রাব্বি (২৫), পূর্ব হাগুরিয়া এলাকার আইয়ুব আলীর ছেলে আরিফুল ইসলাম (২৫), তেগাছী এলাকার মৃত মনসুর আলীর ছেলে মিঠু আলী (২৪), উত্তর চৌধুরী বড়গাছা,জালাল উদ্দিনের ছেলে দুলাল ইসলাম (৩২),তেগাছী এলাকার মোসলেম এর ছেলে মামুন (২২),বনবেলঘড়িয়া বাইপাস(নেক্সগুরিয়া) এলাকার নুর মোহাম্মদ এর ছেলে জনি হোসেন (২৮) তেবাড়ীয়া উত্তর পাড়া এলাকার নুরুর ছেলে মোয়াজ্জেম (২৩)কে আটক করে।
অভিযানে মাদক সেবনরত অবস্থায় মাদক সেবীদের আটক করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.