নাটোরে পুলিশ মেমোরিয়াল ডে পালন


নাটোর প্রতিনিধি: নাটোরে দায়িত্ব পালনে জীবন উৎসর্গ করা পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার (০১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে নাটোরে নাটোর পুলিশ লাইন্স মাঠে পুলিশ স্মৃতিস্তম্ভে পু¯পস্তবক অর্পন, শহীদদের আত্নার মাগফেরাত কামনায় মোনাজাত ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
নাটোর জেলা পুলিশের এ আয়োজনে প্রথমে পুলিশ স্মৃতিস্তম্ভে পু¯পস্তবক অর্পন করে নাটোর জেলা পুলিশ, নাটোর জেলা প্রশাসক, পিবিআই, হাইওয়ে, সিআইডি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নাটোর সদর থানা পুলিশ।
পরে র্যালী, সভা ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার লিটন কুমার সাহার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোঃ শাহরিয়ার পিপিএ, নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাজেদুর রহমান খান, বীর প্রতীক সোলায়মান আলী, নাটোর পিবিআই পুলিশ সুপার শরিফ উদ্দিন, নাটোরে অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, নাটোর সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সরোয়ার জাহান সরকার, নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (নাটোর সদর সার্কেল) জামিল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, টিআই বিকর্ণসহ নাটোর জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ও অন্যান্য কর্মকর্তারা।
সভা শেষে নাটোর ১৫জন শহীদ পুলিশ পরিবারের মাঝে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে উপহার দেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.